Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া, ফেনীতে সরকারী মূল্যে বিভিন্ন ফল এর চারা/কলম, ঔষধী,মসলা, শাক-সবজির চারা পাওয়া যাচ্ছে। যোগাযোগ: উপ পরিচালক.01700716149, উপ সহকারী উদ্যান কর্মকর্তা,01701230063/01701230065/01701230066


এক নজরে
  • ভূমিকা:
  • -সরকারীভাবে জমি অধিগ্রহণপূর্বক কৃষি বিভাগের অধীন বিগত ১৯৬১-৬২ সনে কোকোনাট এন্ড বেটালনাট প্রোগ্রাম’ নামে একটি কর্মসূচী চালু করা হয়। উক্ত কর্মসূচীর আওতা এ প্রতষ্ঠানটি স্থাপিত হয়। পরবর্তীতে নারিকেল ও সুপারীর পাশাপাশি উন্নতমানের  চারা/কলম, সব্জী বীজ উৎপাদনের প্রয়োজনীয়তা উপলব্দি করে এটিকে উদ্যানব্যাস খামারে রুপান্তরিত করা হয়। এর পর পুনরায় উদ্যানবেসের পরিবর্তে হর্টিকালচার সেন্টার হিসেবে রুপান্তরিত করা হয়। ফেনী শহর হতে ৪ কিঃমিঃ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ্বে অবস্থিত।

জমির পরিমাণ” ১২.৩৭একর

প্রতিষ্ঠানের উদ্যোশ্যঃ-

# আধুনিক ও উন্নত জাতের চারা/ কলম, ফুল ও বীজ উৎপাদন।

#সরকার নির্ধারিত মূল্যে চারা/কলম বিতরণ/বিক্রয় করা।

#স্থানীয় কৃষক/কৃষানীদের বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চারা/কলম উৎপাদনের পারদর্শী করে গতে তোলা।

#নার্সারী স্থাপনে স্থানীয় জনগণকে উৎসাহী করা।

# জনগনের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটানো।

# কৃষক দর গঠনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান করা।


কমান্ড এরিয়াঃ-

জেলাঃ ফেনী জেলাঃ সদর, ফুলগাজী , পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা।


হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া,ফেনীতে সরকারী মূল্যে বিভিন্ন ফুল,ফল, ঔষধী, শাক-সবজি ও মসলার চারা পাওয়া যাচ্ছে। যোগাযোগ: উপপরিচালক.01700716149, উপসহকারী উদ্যান কর্মকর্তা,01701230063/01701230065/01701230066