Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া, ফেনীতে সরকারী মূল্যে বিভিন্ন ফল এর চারা/কলম, ঔষধী,মসলা, শাক-সবজির চারা পাওয়া যাচ্ছে। যোগাযোগ: উপ পরিচালক.01700716149, উপ সহকারী উদ্যান কর্মকর্তা,01701230063/01701230065/01701230066


মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প

প্রকল্পের নাম: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প।

প্রকল্প পরিচালক: কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন

উদ্দেশ্য: প্রকল্পের প্রদান উদ্দেশ্য:-

প্রকল্পের সামগ্রীক উদ্দেশ্য- প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো বাংলাদেশের মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা।

    সুনির্দিষ্ট উদ্দেশ্য- (ক) মাশরুম উৎপাদন বৃদ্ধির নিমিত্তে বিশ্বের জনপ্রিয় বিভিন্ন প্রকার মাশরুমের জার্মপাজম(২৫টি) সংগ্রহ করা এবং এসব জার্মপাজমের বাংলাদেশে চাষ ও সংরক্ষণ উপযোগী লাগসই ও টেকসই প্রযুক্তি (২০টি) উদ্ভাবন/উন্নয়ন ও সম্প্রসারণ করা।

                         (খ) মাননিয়ন্ত্রন ও নিম্চিতকরণের সুযোগ সৃষ্টিপূর্বক উচ্চ গুণগত মানসম্পন্ন মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন প্রযুক্তি/কৌশল সম্প্রসারণ করা।

                         (গ) দারিদ্র্য হ্রাসকরণ ও ব্যপক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মাশরুম শিল্পোদ্যোক্তা সৃস্টি (৮০০জন) এবং মাশরুম চাষের মাধ্যমে আত্নকর্মসংস্থানের মডেল মাশরুম পল্লী  কাযক্রম (৮০০টি) সারাদেশে সম্প্রসারণ করা।

                         (ঘ) মাশরুম  ও মাশরুমজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে নারী, শিশু ও প্রতিবন্ধীসহ সকল স্তরের মানুষের খাদ্য, পুষ্টি ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা এবং

                         (ঙ) মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রকল্প এলাকাঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম উন্নয়ন ইনষ্টিটিউট, সাভার, ঢাকা এবং ৩৪টি মাশরুম উপকেন্দ্র/হর্টিকালচার সেন্টার রিসোর্স সেন্টার হিসেবে এবং সকল জেলা (৬৪), উপজেলা(১৬০) ও মেট্রোপলিটন থানা(১৫) কার্যালয় সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাজ করবে।

প্রকল্পের প্রধান প্রধান কার্য্ক্রমসমূহঃ-

# উদ্যোক্তা তৈরী

# মাশরুম পল্লী স্থাপন

#গবেষণা কাযক্রম যেমন জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ, প্রযুক্তি উদ্ভাবন

#স্পন ও মাশরুম উৎপাদন প্রর্দশনী স্থাপন

#ছাদ প্রর্দশনী স্থাপন

#ইনস্টিটিউট ও উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি উন্নয়ন ও নির্মাণ

#মাঠ দিবস

# জাতীয় মাশরুম মেলা

#উদ্বুদ্ধকরণ ভ্রমন

#প্রচার  ও বিজ্ঞাপন

#অডিও/ভিডিও ডকুমেন্টেশন তৈরী ও প্রচার

# মেরামত ও সংরক্ষণ

#মাশরুম স্পেন্ট সাবস্ট্রেট ব্যবহার করে ভার্মিকম্পোষ্ট উৎপাদন

#জাতীয় সেমিনার ও আঞ্চলিক কর্মশালা

#প্রশিক্ষণ (স্বদেশ) প্রদান

হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া,ফেনীতে সরকারী মূল্যে বিভিন্ন ফুল,ফল, ঔষধী, শাক-সবজি ও মসলার চারা পাওয়া যাচ্ছে। যোগাযোগ: উপপরিচালক.01700716149, উপসহকারী উদ্যান কর্মকর্তা,01701230063/01701230065/01701230066