Wellcome to National Portal
Main Comtent Skiped

Horticulture Centre, Panchgachia, Feni, various seedlings/cuttings are available at government prices


YRfP

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শীর্ষক প্রকল্প

প্রকল্পের নামঃ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শীর্ষক প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

প্রকল্প পরিচালকঃ ড. মোঃ মেহেদি মাসুদ, মোবাঃ ০১৭১৬২৬০৬৯৫, ফোনঃ ৮৮-২-৯১০১১৭৫ ।

উদ্দেশ্যঃ

১) দেশের ৩ টি পাহাড়ী জেলাসহ অন্যান্য জেলার অসমতল ও পাহাড়ী জমি এবং উপকুলীয় ও অন্যান্য অঞ্চলের অব্যবহৃত জমি ও বসতবাড়ীর চার পাশের জমিকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আওতায় এনে উদ্যান ফসলের উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি সমতল ভূমিতে অন্যান্য মাঠ ফসলের উৎপাদনের সুযোগ অক্ষুনণণ রাখা;  

২) দেশীয় এবং রপ্তানীযোগ্য ফসলের ক্লাষ্টার/ক্লাব ভিত্তিক উৎপাদন

৩) বিদ্যমান হর্টিকালচার সেন্টার সমুহের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং প্রসত্মাবিত নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনের মাধ্যমে মান সম্পন্ন চারা কলম উৎপাদন বৃদ্ধি;

৪) উদ্যান ফসলের প্রযুক্তি সম্প্রসারণ;

৫) নারীর ক্ষমতায়ন, আয় বৃদ্ধি এবং উদ্যান বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন।

প্রকল্প এলাকাঃ ৪৫টি জেলার ৩৬২ টি উপজেলা ও ৬০টি উদ্যান উন্নয়ন কেন্দ্র

কার্যক্রমঃ  প্রশিক্ষণ ও শিক্ষা সফর, প্রদর্শনী, যানবাহন ক্রয়, কৃষি যন্ত্রপাতি ও অফিস সরঞ্জাম ক্রয়, নির্মান ও পূর্ত, নগর বিক্রয় কেন্দ্র, ফল প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী নির্মাণ, হর্টিকালচার সেন্টারের লজিষ্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন।

হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া,ফেনীতে সরকারী মূল্যে বিভিন্ন ফুল,ফল, ঔষধী, শাক-সবজি ও মসলার চারা পাওয়া যাচ্ছে। যোগাযোগ: উপপরিচালক.01700716149, উপসহকারী উদ্যান কর্মকর্তা,01701230063/01701230065/01701230066